১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম প্রায় শেষের পথে। এরই মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সূত্র জানায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া আগামীকাল সোমবার শেষ হবে। এরপর সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের কাছ থেকে জানা হবে কারা যোগদান করেছেন, আর কারা করেননি। এই ধাপ শেষে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। এসব কার্যক্রম শেষ হলেই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করবে এনটিআরসিএ।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে। বর্তমানে বিধি সংশোধনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে শূন্যপদের তথ্য সংগ্রহের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি—এই তিন বিভাগেই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিকভাবে স্কুল-কলেজ ও কারিগরি পর্যায়ে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল পরীক্ষার প্রস্তাব থাকলেও মাদরাসা বিভাগের জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ ও ৬০ নম্বর জেনারেল নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এভাবে বিভাজন করলে বিভাগগুলোর মধ্যে বৈষম্য তৈরি হতে পারে। এজন্য তিন বিভাগের জন্য একই ধরনের নম্বর প্যাটার্ন রাখার চিন্তা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এর আগে কোনো নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের মৌখিক (ভাইভা) নম্বর যুক্ত করা হয়নি। এবার প্রথমবারের মতো ভাইভা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় ভাইভার নম্বর সংযোজনের প্রস্তাবে মন্ত্রণালয় ইতিবাচক অবস্থান নিয়েছে।
See More: NTRCA Circular