ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
প্রার্থীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়। কিন্তু গত ১৯ আগস্ট প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ দেওয়া হয়েছে। ফলে প্রায় ১৫ হাজার যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে রয়েছেন।
তাদের দাবি, দেশে এখনো ৬০ হাজারের বেশি পদ শূন্য, অথচ যোগ্য প্রার্থীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত। তারা মনে করেন, এটি অন্যায় ও অযৌক্তিক।
বক্তারা আরও বলেন, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগ দিয়েছিল। তাই এবারও ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের জন্য একইভাবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান তারা।
তাদের মতে, এতে একদিকে শিক্ষক সংকট কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার পরিবেশ উন্নত হবে।
See More: NTRCA Circular