শিক্ষক নিবন্ধনে পাস নম্বর নির্ধারণ ৮০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন ব্যবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউ অংশে অন্তত ৮০ নম্বর অর্জন করতে হবে। তবেই তাকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি বলেন, “নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা ইতোমধ্যে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রস্তাবনায় বলা হয়েছে, মাদরাসার ক্ষেত্রে ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) নেওয়া হবে। দুই অংশ মিলিয়ে প্রার্থীকে ন্যূনতম ৮০ নম্বর পেতে হবে।”

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএর শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) এরাদুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) মুহম্মদ নুরে আলম সিদ্দিকী। এতে এনটিআরসিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

More Update: NTRCA News

NTRCA Staff
NTRCA Staff

Hey, I am an NTRCA Exam system analyst and educator from English Department.

Articles: 43