মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের

দেশের বেসরকারি মাদরাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা পদে নিয়োগ কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী পদের প্রাপ্যতা নিশ্চিত না করে কোনো পদে বিজ্ঞপ্তি প্রকাশ বা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না।

সোমবার (৬ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।


নিয়োগ প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ বহির্ভূত পদে নিয়োগের জন্য গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ দিতে পারবে। এই নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নের জন্য নির্ধারিত কাগজপত্র ও তথ্য সঠিকভাবে সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র অনলাইনে বা হার্ডকপিতে দাখিল করা যাবে, তবে দুইভাবে একসঙ্গে আবেদন করার প্রয়োজন নেই।


আবেদনপত্রে যেসব তথ্য দিতে হবে

মাদরাসার নিজস্ব প্যাডে লেখা আবেদনপত্রে থাকতে হবে —

  • স্মারক নম্বর, তারিখ, সচল মোবাইল নম্বর, বিকল্প নম্বর ও ইমেইল
  • নিয়োগযোগ্য পদগুলোর নাম
  • প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর ও সভাপতির অনুস্বাক্ষর

এর সঙ্গে সংযুক্ত করতে হবে নিম্নলিখিত কাগজপত্র:

  1. পদ শূন্য ঘোষণার রেজুলেশন
  2. নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশন
  3. পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি
  4. ব্যাংকের অনুত্তোলন সনদ
  5. পদত্যাগ বা মৃত্যু সনদ
  6. হালনাগাদ স্বীকৃতি ও গভর্নিং বডি অনুমোদনের কপি
  7. শিক্ষার্থীর তালিকা ও ফলাফল বিবরণী
  8. এমপিও শিট ও বেতন বিল

এছাড়া আরও সংযুক্ত করতে হবে —

  • পদের প্রাপ্যতা সম্পর্কিত প্রত্যয়নপত্র,
  • আদালতের স্থগিতাদেশ নেই এমন ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা,
  • কর্মরত শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা,
  • আবেদনকারীদের তালিকা,
  • এবং বিশেষ পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র

জাল কাগজপত্রে কঠোর ব্যবস্থা

চিঠিতে সতর্ক করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় জাল কাগজপত্র বা তথ্য গোপনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের এমপিও স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তিন মাসের মধ্যে এমইএমআইএস সার্ভারে অনলাইনে এমপিওভুক্তির আবেদন পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

See More: NTRCA Circular

NTRCA Staff
NTRCA Staff

Hey, I am an NTRCA Exam system analyst and educator from English Department.

Articles: 43