এনটিআরসিএ চেয়ারম্যানের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বঞ্চিত প্রার্থীরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা। তাদের দাবি, চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন—আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে বঞ্চিতদের সুপারিশের আওতায় আনা হবে।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এই দাবি করেন আন্দোলনকারীরা।

এর আগে বিকেলে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এক পর্যায়ে কয়েকজন আন্দোলনকারী মাটিতে শুয়ে পড়েন। পরে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে এবং অফিসের গেট বন্ধ করে দেয়।

বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ দেওয়া হয়েছে, ফলে ১৬ হাজারের বেশি যোগ্য প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছেন।

তারা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬০ হাজার ৫২১ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও অনেক প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন, যা “অন্যায় ও অযৌক্তিক।”

প্রার্থীরা আরও বলেন, এর আগেও ২০২২ সালে শিক্ষক সংকট নিরসনে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দিয়েছিল। এবারও একইভাবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান তারা।


চাকরিপ্রার্থীদের মূল দুই দাবি

১️⃣ ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্যপদ যুক্ত করে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১৬ হাজার ২১৩ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিতে হবে।

২️⃣ নীতিমালা পরিবর্তনের আগে বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করে সব চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ সুপারিশের আওতায় আনতে হবে।

See More: NTRCA Circular

NTRCA Staff
NTRCA Staff

Hey, I am an NTRCA Exam system analyst and educator from English Department.

Articles: 43