এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের উদ্যোগ: শিক্ষা উপদেষ্টা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব স্থাপন নিশ্চিত করা হবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দক্ষ ও মানসম্মত ব্যবস্থাপনায় পরিচালিত হতে পারে।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “বিশ্ব শিক্ষক দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, জ্ঞান ও নৈতিকতা চর্চায় শিক্ষকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষকতা এমন এক মহান পেশা যা জাতি গঠনে প্রত্যক্ষভাবে জড়িত।”

তিনি আরও বলেন, অনলাইন বদলি ও ই-ফাইলিং কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে এবং এসব প্রক্রিয়া শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ভূমিকা রাখছে।

শিক্ষা উপদেষ্টা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারাই শিক্ষার আসল কারিগর ও জাতি গঠনের স্থপতি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান মিসেস সুজান ভাইজ।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসিইএসসিও) মহাপরিচালক ড. সেলিম এম. আলমালিক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তাফা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

See More: NTRCA Circular

NTRCA Staff
NTRCA Staff

Hey, I am an NTRCA Exam system analyst and educator from English Department.

Articles: 43